ঈদের আগে ভোজ্যতেলের দাম আরেক দফা কমানোর ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
- আপডেট সময় : ১০:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
কোরবানি ঈদের আগেই ভোজ্যতেলের দাম আরেক দফা কমানোর ইঙ্গিত দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য বিষয়ক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভিসা নীতির কারণে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান টিপু মুনশি। কৃষিজাত পণ্যের নতুন রপ্তানী বাজার সৃষ্টিতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সম্ভাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে এফবিসিসিআই। এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য অল্পকিছু নির্দিষ্ট পণ্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এখাতের প্রসারে কৃষিজাত পণ্যের নতুন বাজার সৃষ্টির প্রতি তাগিদ দেন তিনি।
আমদানী নির্ভরতার কারণে চিনির দাম কমাতে না পারলেও ঈদের আগে ভোজ্যতেলের দাম আরেক দফা কমানো হতে পারে বলে জানান বাণিজ্যমন্ত্রী। মার্কিন ভিসা নীতির কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলেও জানান টিপু মুনশি।