ঈদের দিন থেকে রাজধানীসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস
- আপডেট সময় : ০৮:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
ঈদের দিন থেকে রাজধানীসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনার কথাও জানানো হয়। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, আজও দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা আরো কমবে বলেও জানায় আবহওয়া অফিস।
গাছের পাতা নড়ার এমন দৃশ্যই বলে দিচ্ছে রাজধানীর তাপদাহ সহনীয় হয়ে আসছে। বুধবার ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার রোদের তীব্রতা কম বলে জানান সাধারণ মানুষ। কয়েকদিন যাবত তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ছিল নগরবাসীর। হালে আবহাওয়া অফিস দিলো সু-খবর। ঈদের দিন থেকে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার কথাও জানান তিনি।
২৩ থেকে ২৫ এপ্রিল বৃষ্টির সাথে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সিলেটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।