ঈদের দিনও দেশে করোনা ভাইরাসে আরও ১৭৩ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ঈদের দিনও দেশে করোনা ভাইরাসে আরও ১৭৩ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসময়ে নতুন শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ৬১৪ জনের দেহে। এ নিয়ে সারাদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৪৯৮ জনে। নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩০.৪৮ শতাংশ। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। আর মোট সুস্থ রোগীর সংখ্যা ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৪৩ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। করোনায় মৃত্যু হার ১ দশমিক ৬৩ শতাংশ। নতুন করে মারা যাওয়া ১৭৩ জনের মধ্যে ৯৮ জন পুরুষ আর ৭৫ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগের ১১ জন, খুলনা বিভাগের ৩৮ জন, বরিশাল বিভাগের ৮জন, সিলেট বিভাগের ৬ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪ জন।