ঈদের পর স্কুল-কলেজ খোলার চিন্তা করছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
ঈদের পর স্কুল-কলেজ খোলার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গণহত্যা দিবসের এক আলোচনা সভা শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ৩০ মার্চ নয়, করোনা সংক্রমণ বাড়ায় বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হবে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে, সংক্রমণ কম থাকায় এ মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়। এখন সংক্রমণের হার ১৩ শতাংশের বেশি, তাই সরকারের সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। তবে, স্কুল কলেজ খোলার আগে শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিতে হবে।