ঈদের পরে সরকার বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর থেকে আরো কঠোরতর অবস্থানে যাবে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ঈদের পরে সরকার বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর থেকে আরো কঠোরতর অবস্থানে যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এছাড়াও পুরো দেশ টিকার আওতায় না আসা পর্যন্ত মাস্কসহ আনুষঙ্গিক সব বিধি মেনে চলতে হবে বলেও জানান তিনি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, কোরবানীর পশুর হাটকে ঘিরে গ্রামীণ অর্থনীতির বিরাট যোগসূত্র রয়েছে। ঈদ-উল আযহার সময়কালে এই বার্ষিক অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা রাখতে বিধিনিষেধ ৯ দিনের জন্য শিথিল করা হয়েছে।