উইম্বল্ডনের ফাইনালে নোভাক জকোভিচ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
উইম্বল্ডনের ফাইনালে নোভাক জকোভিচ। সেমিফাইনালে ব্রিটিশ তারকা ক্যামেরন নরিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে এই সার্বিয়ান তারকা।
সেন্টার কোর্টে প্রথম সেটে দেখা যায় এক অচেনা জোকোভিচকে। দাঁড়াতেই পারেননি ক্যামেরন নরির সামনে। ৬-২ ব্যবধানে সেট জিতে নেন নিরি। দ্বিতীয় সেটে চেনা রুপে ফেরে জকোভিচ। এক তরফাভাবে ম্যাচ জিতে নেন ৩-৬ ব্যবধানে। তৃতীয় সেটে আরো অপ্রিতোরোধ্য ২০ বারের গ্রান্ডস্লাম জয়ী তারকা। ৬-২ ব্যবধানে সেটটি জিতে এগিয়ে যায় ২-১ ব্যবধানে। চতুর্থ সেতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে ক্যামেরন নরি। তবে জকোভিচের অভিজ্ঞতার সাথে পেরে উঠেনি এই ব্রিটিশ তারকা। ৬-৪ ব্যবধানে সেটটি জিতে নিশ্চিত করে ফাইনাল। ২১তম গ্রান্ডস্লাম জয়ের মিশনে এগিয়ে যায় আরো এক ধাপ। রোবাবার ফাইনালে নাদালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার নিক কিরিয়স