উখিয়া ক্যাম্পের ৬ খুনের ঘটনায় হেড মাঝিসহ আরো ৪ রোহিঙ্গা গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
কক্সবাজার উখিয়া ক্যাম্পের মাদ্রাসায় ৬ খুনের ঘটনায় ক্যাম্পের এক হেড মাঝিসহ আরো ৪ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন ও উখিয়া পুলিশ।এ নিয়ে এই মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত রাতে এপিবিএন ও উখিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি শফিউল্লাহ গ্রেফতার হয়। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থান থেকে আরো তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম জানায়, ৬ রোহিঙ্গা হত্যার ঘটনায় ২৫ জনের নামসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে গত রাত পৌনে ১২টার দিকে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।