উগান্ডায় এক প্রভাবশালী মন্ত্রীর গাড়িতে হামলা চালিয়েছে বন্দুকধারী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
উগান্ডায় এক প্রভাবশালী মন্ত্রীর গাড়িতে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। এতে মন্ত্রী গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন। তবে মারা গেছে সঙ্গে থাকা তার মেয়ে ও গাড়িচালক।
মঙ্গলবার কিয়াসাসির কাম্পালা শহরতলিতে উগান্ডার কর্ম ও পরিবহন মন্ত্রী- জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে গুলিবর্ষণ করে মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত। উগান্ডান সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন,জেনারেল কাতুম্বা ওয়ামালাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্ব আফ্রিকার দেশটিতে গত কয়েক বছরে বেশ কয়েকজন হাই-প্রোফাইল ব্যক্তিকে রহস্যজনকভাবে হত্যা করা হয়। এসব ঘটনার প্রায় প্রতিটিতেই হামলাকারীরা মোটরসাইকেলে এসে গুলি চালায়।