উগান্ডায় জেল থেকে পালিয়েছে ২১৯ বন্দি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
উগান্ডায় জেল থেকে পালিয়েছে ২১৯ বন্দি। পালানোর আগে তারা অস্ত্রাগার থেকে ১৫টি একে-৪৭, ২০টি ম্যাগজিন ও গোলাবারুদ নিয়ে পালিয়ে যায়।
বুধবার রাতে দেশটির উত্তর-পশ্চিম এলাকার মরোটো জেলায় এ ঘটনা ঘটে । এলাকাটিতে সেনা ব্রাকও রয়েছে। ঘটনার পর থেকে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুইজন নিহত ও দুইজনকে পুনরায় আটক করতে সক্ষম হয়। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছে,পলাতকদের মধ্যে ধর্ষক, ডাকাত ও খুনির মতো মারাত্মক অপরাধী রয়েছে। পলাতক বন্দিদের হাতে অস্ত্র ছিল এবং সারা রাত ধরে অন্ধকারে লুকিয়ে ছিল, তাই তল্লাশি অভিযান কঠিন হয়ে পড়ে।