উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ
- আপডেট সময় : ০৫:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তার পক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের অনুষ্ঠানে চেয়ারম্যানদের কাছ থেকে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৯৫ দশ মিক ৭৬। বোর্ডের ইতিহাসে এবারই সর্বোচ্চ পাস। সকালে বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
ময়মনসিংহ বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩১ হাজার ৭৮৫ জন এবং পাসের হার ৯৫ দশমিক ৪১।
দিনাজপুরে এইচএসসি পাশের হার ৯২.৪৩ শতাংশ । জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন ছাত্রছাত্রী। দুপুর ১২ টার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ।
দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ কবির আহমদ। এ বছর পাস করেছেন ৬৩ হাজার ১৯৩ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২১ সালের এইচএসসির ফলাফলে পাসের হার ৯৭ দশমিক ৪৯। এ বছরও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে।
যশোর শিক্ষা বোর্ড এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৩৪১জন, মানবিক বিভাগে ৯৪ হাজার ২১৬জন ও বাণিজ্য বিভাগে ১৭হাজার ৬০২জন।