উচ্চাঙ্গ নৃত্যকে এগিয়ে নিতে পরিকল্পিতভাবে অনুশীলন করছে নওগাঁর নৃত্যাঞ্জলি একাডেমি
- আপডেট সময় : ০৮:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
উচ্চাঙ্গ নৃত্যকে এগিয়ে নিতে পরিকল্পিতভাবে অনুশীলন করছে নওগাঁর নৃত্যাঞ্জলি একাডেমি। সময়ের ব্যবধানে নতুনত্বের সাথে তাল মেলাতে গিয়ে, হারিয়ে যাচ্ছে প্রাচীন এই নৃত্য। বিভিন্ন মন্দিরে দেবদেবীর ভাস্কর্য ও প্রামাণিক তথ্য থেকে উঠে এসেছে উচ্চাঙ্গ নৃত্যের অনুসঙ্গ। বিশেষ ধরনের এই নৃত্যশৈলী ভারত-বাংলাদেশে বেশ সমাদৃত।
নাচের প্রশিক্ষনে ব্যস্ত নওগাঁর নৃত্যাঞ্জলি একাডেমির ওস্তাদ ও শিক্ষার্থীরা। আদি নাচরুপ উচ্চাঙ্গ নৃত্যের তালিমে মন-প্রাণ ঢেলে দিয়েছে তারা।
বিভিন্ন মন্দিরে দেব-দেবীর প্রাচীন ভাস্কর্য ও প্রামাণিক তথ্যে উচ্চাঙ্গ নৃত্যের উজ্জ্বল উপস্থিতি। কালের বিবর্তনে ভারতীয় এ নৃত্যকলা অপূর্ব শিল্পে পরিণত হয়েছে। উচ্চাঙ্গ নৃত্যের মুদ্রা কঠিন হলেও রপ্ত করতে প্রানান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
রাজা-মহারাজা ও নবাব-জমিদারদের জলসাঘরে প্রচলিত ছিল এই নৃত্য। কোথাও কোথাও ‘বাইজি নৃত্য’ নামেও পরিচিত ছিল। এর চর্চা হতো প্রধানত কলকাতা নগরীতে। সেখান থেকে শিক্ষা নিয়েছেন প্রশিক্ষক সুমি সেন কুন্ডু।
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই নাচ ছড়িয়ে দিতে চায় নওগাঁর নৃত্যাঞ্জলি একাডেমি।
এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি শিক্ষার্থী একাডেমিতে এই নৃত্যের প্রশিক্ষন নিচ্ছেন।