উজবেকিস্তান থেকে জ্বালানী আমদানীর প্রস্তাব পেলে বিবেচনা করে দেখবে বাংলাদেশ : টিপু মুন্সী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
উজবেকিস্তান থেকে জ্বালানী আমদানীর প্রস্তাব পেলে বিবেচনা করে দেখবে বাংলাদেশ, জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। সফররত উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামসেদ খোদজায়েভের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
সার আমদানীর বিষয়েও আলোচনা চলছে বলে জানান বাণজ্যি মন্ত্রী। প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গেও বৈঠক রয়েছে তার। বিকেলে সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সফরে দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, দ্বৈতকর পরিহার, এলসি জটিলতা নিরসনে আলোচনার মাধ্যমে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত হবে। দু’দিনের সফরে সকালে ৩৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় আসেন জামসেদ খোদজায়েভ।