উজানের ঢল ও ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায যমুনা নদীর পানি বেড়েছে
- আপডেট সময় : ০১:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায যমুনা নদীর পানি বেড়েছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছেন চর ও নিম্নাঞ্চলের হাজারো মানুষ।
উজানের ঢল ও ভারি বর্ষণে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে বিভিন্ন এলকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভাঙনে টাঙ্গাইল সদর, কালিহাতী, ভূঞাপুর ও বাসাইলের বেশ কয়েকটি ইউনিয়নের শতাধিক বসতভিটা, মসজিদ, বাঁধসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে পানি ঢুকে পড়েছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি ১০ সেন্টিমিটার বেড়ে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল।একইভাবে বাড়ছে ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোর পানিও।
মাদারীপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধির সাথে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙ্গন। নদীগর্ভে বিলীন হয়েছে বসতভিটা ও ফসলি জমি ।
গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জের যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন জেলার অভন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্মঞ্চলগুলো প্লাবিত হচ্ছে।