উজিরপুরের বামরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শিশুসহ ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ যাত্রী।
আজ ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। উজিরপুর থানার ওসি জানান, ঢাকা থেকে যমুনা লাইন নামের যাত্রীবাহী বাসটি পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলো। ভোররাতে বাসটি উজিরপুরের বামরাইল অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে আছড়ে পড়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শিশুসহ ৮ জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে আরো দু’জন মারা যায়। গুরুতর আহত ১৫ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের অবস্থাও আশংকাজনক।