উত্তরের জনপদে আনন্দ আর উৎসবের বার্তা নিয়ে আসছে শীত
- আপডেট সময় : ০২:৩৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
উত্তরের জনপদে আনন্দ আর উৎসবের বার্তা নিয়ে আসছে শীত। ধান বোনা আর পরিচর্চা শেষে কিছুটা অলস সময় কাটলেও প্রকৃতির ঋতু বৈচিত্রের কারণে মনে দোলা দেয় অপরূপ এক খেলা। নতুন ধানে বছরের আহার আর পিঠা-পুলিতে রসনাবিলাস কৃষকের মনকে করে উদ্বেলিত। ধান আর গানের মিলনস্থল যেন দেশের উত্তরের জনপদ ঠাকুরগাঁও।
ভোরের হালকা কুয়াশা, সেই সাথে দূর্বাঘাসে শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনীবার্তার। দিনভর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি নামে ভোর রাতের হালকা কুয়াশায়। কুয়াশা ভেদ করে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ী। অতিথি পাখিরা আসতে শুরু করেছে ফেলে যাওয়া জলাশয়ে।
প্রকৃতির এই ঢেলে দেয়া রূপ উপভোগ করতে অকৃপণ হয়ে উঠে প্রাণীরাও। শীতের হিমেল পরশ আর সাথে মৃদু বাতাস। এ যেন এক ভিন্ন পাওয়া।
অপরূপ হেমন্তের মিষ্টি রোদে হাসছে গাছের সবুজ পাতা। কুয়াশায় ঘাসের ডগার শিশির বিন্দু। মনোমুগ্ধ কর দৃশ্য। এতো কিছুর মধ্যে আরেক ঐতিহ্য নবান্নকে ধরে রাখতে চায় কৃষক।
নতুন ধানের চালে পিঠা-পুলি তৈরীর ধুম পড়বে গ্রাম ও শহরে। প্রাকৃতিক সৌন্দর্য, উৎসব আর মিলন মেলায় হৃদয়ের বন্ধন জোরদারের প্রত্যাশা সকলের।