উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট উন্নয়ন বৈষম্যের শিকার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ১৬০১ বার পড়া হয়েছে
নানা কারণে স্বাধীনতার পর থেকেই উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট উন্নয়ন বৈষম্যের শিকার। সেই সাথে প্রতিবছর তিস্তা ও ধরলা নদীর ভয়াবহ ভাঙনে নিঃস্ব হাজার হাজার মানুষ।
এ জনপদের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর হলেও স্বাধীনতা পরবর্তী সুদীর্ঘ সময়ে লালমনিরহাটে গড়ে ওঠেনি কৃষি নির্ভর কোন কলকারখানা। অধিকাংশ দরিদ্র কৃষক পরিবারগুলোর সন্তানরা অর্থাভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় গড়ে ওঠেনি শিক্ষিত জনবল। প্রস্তাবিত জাতীয় বাজেটে পিছিয়ে পড়া এই জনপদের জন্য সরকারের তেমন কোনো বিশেষ বরাদ্দ না থাকায় হতাশ জেলাবাসি। ফলে এই জনপদের শিক্ষার্থীদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে বিশেষ শিক্ষা প্রণোদনার দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ।