উদ্ধারকারী জাহাজের সক্ষমতা না থাকায় টেনে তোলা সম্ভব হচ্ছে না ফেরি আমানত শাহ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
উদ্ধারকারী জাহাজের সক্ষমতা না থাকায় টেনে তোলা সম্ভব হচ্ছে না পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো-রো ফেরি আমানত শাহ। শনিবার দুর্ঘটনাস্থলে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ রুস্তম। ৫ম দিনে ফেরি উদ্ধার শুরু হয়নি।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও আপাতত শেষ হয়েছে উদ্ধার কাজ। শনিবার রাতে উদ্ধারকারী জাহাজ রুস্তম একটি কাভার্ড ভ্যান ও একটি মোটর সাইকেল উদ্ধার হয়। ৪ দিনে ৭টি কার্ভার্ড ভ্যান, ৭টি ট্রাক ও ৪ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, একজনের মোটরসাইকেল মালিকের আবেদনে কারণে আবারও উদ্ধার কাজ শুরু করতে হতে পারে। গেলো বুধবার সকালের উল্টে যায় ফেরিটি। পাটুরিয়ায় অবস্থান করছেন উদ্ধার কারী জাহাজ রুস্তম ও হামজা।