উদ্বোধন করা হলো মুজিবনগর-কোলকাতা স্বাধীনতা সড়ক

- আপডেট সময় : ০৭:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
নতুন ইতিহাসের অপেক্ষায় উদ্বোধন করা হলো মুজিবনগর-কোলকাতা স্বাধীনতা সড়ক। ভার্চুয়ালী দুই দেশের প্রধানমন্ত্রী ঐতিহাসিক এ সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে সড়কের নতুন নামকরণ করা হয়েছে ’স্বাধীনতা সড়ক’।
১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করতে কোলকাতা থেকে মুজিবনগরে আসেন। কোলকাতা থেকে ভারতীয় সেনাদের পাহারায় এই সড়ক দিয়েই আওয়ামী লীগের শীর্ষ নেতারা, দেশী-বিদেশী সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা এসেছিলেন। মুজিবনগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, ভারতের সাথে সেতুবন্ধনের জন্য এই সড়কটি খুলে দেয়ার। ৫০ বছর পর সেতুবন্ধন তৈরি করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। সড়ক উদ্বোধনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়। ইতিমধ্যেই ১ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশের ভূখন্ডে আধা কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। সড়ক উন্মুক্ত করার পাশাপাশি ইমিগ্রেশন স্থাপনের মাধ্যমে দুই দেশের নাগরিকরা ভিসা নিয়ে আসা-যাওয়া করতে পারবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।