উদ্বোধন হলো নড়াইলে মধুমতী ও নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু
- আপডেট সময় : ০৫:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ১৮১৮ বার পড়া হয়েছে
নড়াইলে দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক পরিকল্পিতভাবে উন্নয়ন করা হচ্ছে, যাতে ঢাকার যানজট কমে আসে।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মান একটি বড় চ্যালেঞ্জ ছিল। সব চ্যালেঞ্জের অবসান ঘটিয়ে এর বাস্তবায়ন করা হয়েছে। এভাবে দেশ উন্নয়নের সাথে এগিয়ে যাবে। তিনি বলেন, নতুন সেতু দুটি উদ্বোধনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় সেতু বন্ধন তৈরি হয়েছে। দেশে আরো অনেক উন্নয়নের কাজ চলছে জানিয়ে, এসব কাজে সহযোগী বন্ধুপ্রতিম দেশগুলোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, চলতি মাসের শেষ নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে ১০০টি সেতু উদ্বোধন করবেন । এটা দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির ,জাইকার অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর ওপর ৬৯০ মিটার দীর্ঘ মধুমতি সেতু নির্মিত হয়েছে যা স্থানীয়ভাবে কালনা সেতু নামে পরিচিত।