উন্নত চিকিৎসায় বিদেশ যেতে হলে খালেদা জিয়াকে আদালতের মাধ্যমেই যেতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৭:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
উন্নত চিকিৎসায় বিদেশ যেতে হলে খালেদা জিয়াকে আদালতের মাধ্যমেই যেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুরে পুলিশের ওপর মুসল্লীদের হামলা দুঃখজনক। এ বিষয়ে মুসল্লিদের আরো সংযত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
কাকরাইল ইঞ্জিনিয়ার্স ইনন্সটিটিউট মিলনায়তনে আইডিবির প্রতিনিধি সম্মেলনে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশ গমনে আইনী প্রক্রিয়ার কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মোহাম্মদপুরে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় অসন্তোষ জানান তিনি।
আইন শৃঙ্খলা বাহিনী সঠিক দায়িত্ব পালন করায় উন্নয়ন ও জনগনের নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।