উন্নত জাতের গাভী পালনে বদলে যাচ্ছে কুড়িগ্রাম চরাঞ্চলের মানুষের জীবনমান
- আপডেট সময় : ০৭:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
উন্নত জাতের গাভী পালনে বদলে যাচ্ছে কুড়িগ্রাম চরাঞ্চলের মানুষের জীবনমান। বন্যা, খরা ও নদ-নদী ভাঙ্গনে যুগের পর যুগ দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলো হয়ে উঠছে স্বাবলম্বী। তাদেরকে সহযোগিতা করছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাসহ স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ-নদীর অববাহিকার সাড়ে চার শতাধিক চরাঞ্চলে প্রায় পাঁচ লক্ষ মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করে। স্থানীয় উন্নয়ন সংস্থা ‘গণউন্নয়ন কেন্দ্রে’র সহযোগিতায় জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলার চরের ৩৫ গ্রামের ছ’শতাধিক পরিবার উন্নতজাতের গাভী পালন করে স্বাবলম্বী হচ্ছে। দেশি গরু পালন করে লাভের মুখ দেখেনি। এখন উন্নত জাতের গাভী পালনে ভাগ্য বদলাতে শুরু করেছে। মিলছে ব্যাংক ঋণের সুবিধাও। স্থানীয়ভাবে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ ও বিপননের ব্যবস্থাও করছেন তারা। নিজেদের সমস্যা মেটাতে গড়ে তুলেছেন ফুড ব্যাংকও।
চরাঞ্চলের মানুষের সমস্যা চিহিত করে, তাদের উন্নতির জন্য পাশে থাকার কথা জানান, বেসরকারি সংস্থার কর্মকর্তা ও জনপ্রতিনিধি। পশু পালন বাড়ানোর পাশাপাশি, উৎপাদিত পন্যের বিপনন নিশ্চিতে কাজ করছে বলে জানায়, প্রাণিসম্পদ বিভাগ। উন্নত জাতের গাভী পালনে দারিদ্রতা কমার পাশাপাশি দুধ ও মাংসের চাহিদাও পূরণ হবে বলে আশা করে সংশ্লিষ্টরা।