উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার তাগিদ
- আপডেট সময় : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও কারিগরী শিক্ষার বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুযায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের টিকা দেয়া হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০২০-২১ অর্থবছরে ১ কোটি ৬৩ লাখ ৮৮২ জন শিক্ষার্থীকে সহায়তা দেয়া হচ্ছে। রোবববার দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ ও উপযুক্ত মানব সম্পদ গড়তে বিজ্ঞান ও কারিগরী শিক্ষায় মনোযোগী হতে হবে। দক্ষ ও উপযুক্ত নাগরিক গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর জানিয়ে সরকার প্রধান বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা যে বাংলাদেশ অর্জন করেছে, তা ধরে রাখতে হবে।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই শিক্ষক, কর্মচারীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে। পরে দেশের বিভিন্ন উপজেলা থেকে যুক্ত সুবিধাভোগী শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।