উন্নয়নের ধারা ব্যাহত করতে সরকারের বিরুদ্ধে অহেতুক দুর্নীতির অভিযোগ : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ১৬২১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ধারা ব্যাহত করতে সরকারের বিরুদ্ধে অহেতুক দুর্নীতির অভিযোগ রটাতে ব্যস্ত একটি মহল।
আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের মুলতবী সভায় একথা বলেন তিনি। গণভবনে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, তাঁর দল নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে বলেই জনগণ তার সুফল পায়। আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বর্তমান সরকার ছাড়া আর কোনো সরকারই দেশের মানুষের কল্যাণে কাজ করে নি। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর দেখানো স্বনির্ভরতার পথেই হাঁটছে বর্তমান সরকার৷