উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের পর সকাল থেকে মনোনয়ন প্রত্যাশীরা জমা দিয়েছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ঢাকা-৫ ও ১৮ এবং নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের পর সকাল থেকে মনোনয়ন প্রত্যাশীরা জমা দিয়েছেন।
এ সময় মনোনয়ন প্রত্যাশীরা কর্মী-সমর্থকদের নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উৎসবমূখর পরিবেশে সমবেত হন। চার আসনে সম্ভাব্য প্রার্থীরা বিকেল পাঁচটা পর্যন্ত ২৯টি মনোনয়ন ফরম নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জমা দেন। শনিবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে দলের মনোনয়ন বোর্ড। এসময় সম্ভাব্য প্রার্থীরা নির্বাচন নিয়ে তাদের অভিব্যক্তির কথা জানান। এর আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করেন। এসময় তিনি আরো বলেন, ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের ওপর আস্থা রেখে উপ-নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।