উপস্থাপিকাকে ‘উলঙ্গ’ বলে বিপাকে মীর সাব্বির!
- আপডেট সময় : ১০:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে একটি মন্তব্য করেন। যেখানে তিনি বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’। তার এই মন্তব্য ঘিরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। এছাড়া বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন অনুষ্ঠানটির সঞ্চালক ইসরাত পায়েল।
উপস্থাপিকার অভিযোগ, গত ১১ নভেম্বর ওই অনুষ্ঠানে অভিনেতা মীর সাব্বির মঞ্চে এলে তাকে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি সংলাপ বলার জন্য অনুরোধ করেন ইসরাত পায়েল। তখন মীর সাব্বির উপস্থাপিকা পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’। অর্থাৎ, মীর সাব্বির তার বক্তব্যে বুঝিয়েছেন, এই মেয়ে তুমি এমন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছ কেন?
এদিকে জনপ্রিয় একজন অভিনেতার গুরুত্বপূর্ণ মঞ্চে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের জন্য আহ্বান জানিয়েছেন পায়েল। এই বিষয়ে একটি ভিডিও বক্তব্যও দিয়েছেন উপস্থাপিকা। সেখানে তিনি বলেন, সাব্বির ভাই অনেক সিনিয়র একজন অভিনেতা। তিনি বুঝে বা না বুঝে তাৎক্ষণিক এই মন্তব্য করতে পারেন। তবে তার এই মন্তব্যের জন্য অন্তত সরি বলা উচিত ছিল।
উপস্থাপিকা আরও বলেন, যদি তার নারীর পোশাক নিয়ে আপত্তি থেকেই থাকে তাহলে সেটি তিনি পরিবারের ওপর প্রয়োগ করতে পারেন। অন্যদের পোশাকের ব্যাপারে নাক না গলানোই উচিত ছিল।
প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো আয়োজিত মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২-এর এই প্রতিযোগিতায় প্রায় আট হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট পরেন আন নূর খান নোলক। এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেন ৮ হাজার প্রতিযোগী। সেখান থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে পাঁচ শতাধিক প্রতিযোগীকে নির্বাচন করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।
অডিশন রাউন্ডে শতাধিক প্রতিযোগী বাদ পড়লে বাকি ১০০ প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ৩ দিনের গ্রুমিং ও মোটিভেশনাল সেশন হয়। এই সেশনে ১০০ থেকে বাদ পড়েন ৫০ প্রতিযোগী। এরপর গ্রুমিং সেশন শেষে মাত্র ২০ জনকে নির্বাচন করা হয় ফাইনাল রাউন্ডের জন্য। এতে প্রথম রানার্সআপ হন কানিজ সুবর্না এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন মেহেরীন হামিদ। এছাড়া চতুর্থ অবস্থানে রয়েছেন ফারিয়াল কামাল এবং পঞ্চম স্থান অধিকার করেন ফারহানা মোমেন।
তথ্যসূত্র – চ্যানেল টুয়েন্টি ফোর