উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনার বিদায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ১৮১৬ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনার বিদায়। শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচে বার্সাকে ৪-১ গোলে হারিয়েছে পিসজি।
দুই লেগ মিলে ৬-৪ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৫-৪ ব্যবধানে এগিতে থেকে শেষ চারে জায়গা করে নিয়েছে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। ন্যু-ক্যাম্পে ম্যাচের শুরুতেই পিএসজির বিপক্ষে এগিয়ে যায় বার্সা। তবে বিরতিতে যাওয়ার ৫ মিনিট আগে উসমান ডেম্বেলের গোলে সমতায় ফেরে প্যারিসিয়ানরা। বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে ভিতিনহার গোলে লিড পায় পিএসজি। ৭ মিনিট পরে পেনাল্টি থেকে গোল করে লিড বাড়ান এমবাপ্পে। আর নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ১ মিনিট আগে দলের বড় জয় এবং সেমির টিকিট নিশ্চিত করেন এমবাপ্পে।