উল্লাপাড়ায় বজ্রপাতে নিহত ৯ জনের মরদেহ দাফন সম্পন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নিহত ৯ জনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল গভীর রাতে উপজেলার শীপপুরে ৫জন ও মাটিকোড়ায় ৪জনকে দাফন করা হয়। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেয়া হয়। ধানের বীজ সংগ্রহের সময় বৃষ্টি শুরু হলে পাশের সেচ কল ঘরে আশ্রয় নেন ওই কৃষকরা। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় একই পরিবারের ৫জনসহ ৬জন। আহত ৮জনকে হাসপাতালে নেয়ার পথে ২শিশুসহ আরো ৩জন মারা যায়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৯ জনে।