উসকানিমূলক বক্তব্য না দিতে রাজনীতিকদের প্রতি জাতিসংঘের আহ্বান
- আপডেট সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ১৮০৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সময়ে উসকানিমূলক বক্তব্য না দিতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর-ওএইচসিএইচআর। একইসঙ্গে বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখার এবং রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনেরও আহ্বান জানিয়েছেন হাইকমিশনার। মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
সংস্থার মুখপাত্র লিজ থ্রোসেল বলেন, বাংলাদেশে চলমান বিক্ষোভের মধ্যে একের পর এক সহিংসতার ঘটনায় জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন। দেশটিতে সামনে জাতীয় নির্বাচন থাকায় রাজনৈতিক সব পক্ষের প্রতি এটা স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি যে এমন সহিংসতা গ্রহণযোগ্য নয়। সেই সঙ্গে সহিংসতা উসকে দেয়—এমন বক্তব্য ও তৎপরতা থেকে বিরত থাকতেও আহ্বান জানানো হচ্ছে।
ঢাকায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সহিংসতার ঘটনা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারকদের বাসভবনে হামলা করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া সেদিন আনুমানিক ৩০ সাংবাদিকের ওপর হামলা করা হয়। এসব হামলায় বিক্ষোভকারীরা ছাড়াও মোটরসাইকেলে আসা মুখোশ পরা একদল ব্যক্তি যুক্ত ছিলেন, যারা ক্ষমতাসীন দলের সমর্থক বলে ধারণা করা হচ্ছে।