উহানের গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা নাকচ করেছে ডব্লিউএইচও
- আপডেট সময় : ০৯:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের উৎস সন্ধানে চীনের উহানে অবস্থানকারী বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
এ প্রসঙ্গে বিশেষজ্ঞ দলের প্রধান- পিটার বেন এমবারেক বলেন, উহানের কোনো গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর অভিযোগ ‘খুবই অসম্ভব’ ব্যাপার। ভাইরাসের উৎস চিহ্নিত করতে আরও অনুসন্ধানের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। আরেক বিশেষজ্ঞ জানান, অনুসন্ধানের নজর এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে যেতে পারে। ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ দলটি এখন তাদের মিশনের শেষদিকে রয়েছে। এক সংবাদ সম্মেলনে ড. এমবারেক বলেন, অনুসন্ধানে নতুন তথ্য বের হয়েছে, কিন্তু প্রাদুর্ভাবের চিত্রে কোনো নাটকীয় পরিবর্তন আসেনি। তিনি বলেন, করোনা ভাইরাসের উৎস চিহ্নিত করতে অনুসন্ধানের নজর ছিল বাদুড়ের প্রাকৃতিক আবাস স্থলের দিকে। কিন্তু এটা উহানেই হয়েছে এমন সম্ভাবনা কম। এমবারেক আরও বলেন, প্রাণীর সূত্র বের করার কাজ এখনো চলছে। কিন্তু একটি মধ্যবর্তী প্রজাতি থেকে তা মানুষের শরীরে এসেছে এমন সম্ভাবনাই সবচেয়ে বেশি।