উৎসাহ উদ্দীপনায় সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
- আপডেট সময় : ০১:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
আজ পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করছেন সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার হাজারো মানুষ। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, ও মানুষের সুস্থতা কামনা করেন ধর্মপ্রাণ মুসলমরা।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে, ঈদের নামাজ আদায় করতে দীর্ঘ পথ হেঁটে লাইনে দাঁড়িয়ে জাতীয় ঈদগায় আসেন হাজারো ধর্মপ্রাণ মুসলমান।
নামাজ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জাতীয় ঈগগাহ ময়দান। তবুও মানুষের আসা চলতে থাকে। কদম ফোয়ারার সামনের সড়কে ঈদের নামাজের জন্য বসে পড়েন মুসল্লিরা।
প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণের মেয়রসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকএবং সর্বস্তরের হাজারো মানুষ। সকল ভেদাভেদ ভুলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন তারা ।
ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। নামাজ শেষে খুতবা পাঠের পর দোয়া-মোনাজাতে অংশ নেন সবাই। মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে প্রীতির বন্ধনে আবদ্ধ হন শিশু-কিশোরসহ ধর্মপ্রাণ মানুষ। নিজের পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রধান এই জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।