উড়ো চিঠি যাচাই করে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
লালমনিরহাট কারাগার থেকে বন্দীকে ছিনিয়ে নেয়ার হুমকির বিষয়ে উড়ো চিঠি যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশের কারাগারগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
কারারক্ষীদের অবহেলায় সম্প্রতি কাশিমপুর থেকে আসামি পালানোর ঘটনায় কারাগারগুলোতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এরই মধ্যে লালমনিরহাট কারাগার থেকে সহযোগীকে ছিনিয়ে নেয়ার উড়ো চিঠির বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
বিভিন্ন অভিযোগে লালমনিরহাট জেলা কারাগারের ১৪ জন কারারক্ষীকে এক যোগে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। অতিরিক্ত কারা মহা পরিদর্শক কর্নেল মোঃ আবরার হোসেন স্বাক্ষরিত এক আদেশে ওই ১৪ জনকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।