উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচ আজ রাতে
- আপডেট সময় : ০৯:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। জয় দিয়েই এবারের ইউরোপ সেরার আসর শুরু করেছে দুই দল। এ ম্যাচেও জয়ের ধারা বজায় রাখাই তাদের মুল লক্ষ্য। এদিকে, ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট লিভারপুল। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ইউরোপিয়ান ফুটবলের সবচে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপের বড় বড় ক্লাবগুলো মুখিয়ে থাকে চ্যাম্পিয়ন্স লিগে মাঠ মাতাতে। তবে ইউরোপ সেরার আসরে ধারাবাহিক ব্যর্থতার শিকার জায়ান্ট বার্সেলোনা। ২০১৫ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তুলেছে স্প্যানিশ ক্লাবটি।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় কখনো বায়ার্নের মাঠে জিততে পারেনি কাতালনরা। জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ ৩ ম্যাচে হজম করতে হয়েছে ১৪ গোল। বিপরীতে বার্সা দিয়েছে মাত্র ২টি গোল। তবে নতুন মৌসুমে বদলে যাওয়া এক বার্সেলোনার পদচারণা দেখছে ফুটবলপ্রেমীরা।
দলবদলের পর মাঠের খেলায়ও একের পর এক চমক দেখাচ্ছে জাভি হার্নান্দেজের দল। তাই তো বায়ার্নের বিপক্ষে নিজেদের ঝালিয়ে মাঠে ফেরার বার্তা দিচ্ছে কাতালান শিবির। মিউনিখ বধ করতে আজকের ম্যাচে বার্সার মূল হাতিয়ার বায়ার্ন থেকে বার্সায় যোগ দেয়া পোলিশ তারকা রবার্ট লেওভানডস্ফকি।
অন্যদিকে প্রতিপক্ষ বার্সা বলেই কি নিশ্চিন্ত বায়ার্ন শিবির? যাদের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় যোজন যোজন এগিয়ে জার্মানরা। ইউরোপ সেরার লড়াইয়ে দুই দলের ১১ দেখায় বার্সার দুই জয়ের বিপরীতে ৮ ম্যাচে জিতেছে জার্মান চ্যাম্পিয়নরা। বার্সার বিপক্ষে নিজেদের এই আধিপত্য ধরে রাখতেই মাঠে নামবে বায়ার্ন।
এদিকে গেলো আসরের ফাইনলিস্ট লিভারপুল। তবে এবারের আসরের শুরুটা আশানুরুপ হয়নি ইংলিশ জায়ান্টদের। নপোলির কাছে ৪-১ গলে বিধ্বস্ত হয়েছে অল রেডরা। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই লিভারপুলের।