উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রাতে মাঠে নামবে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ
- আপডেট সময় : ০২:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রাতে মাঠে নামবে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। প্যারিসের স্ট্যাড দ্যা ফ্রান্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
এর আগে ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ৩-১ গোলে লিভারপুলকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল রিয়াল। তাই অল অরেডদের সামনে প্রতিশোধ নেওয়ার হাতছানি। তবে কাজটা সহজ হবে ইংলিশ জায়ান্টদের জন্য। ইউরোপিয়ান প্রতিযোগিতায় শেষ পাঁচ ম্যাচে রিয়ালের বিপক্ষে জয়ের দেখা পায়নি লিভারপুল। পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে রিয়াল, ড্র হয়েছে একটি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ সাতবার ফাইনালে একবারও শিরোপা ছাড়া মাঠ ছাড়েনি রিয়াল। তবে নিজেদের শেষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হেরেছিল এই লিভারপুলের কাছেই ১৯৮১ সালে। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বোচ্চ ১৩ শিরোপা জিতেছে লস ব্লাংকসরা। অন্যদিকে ৬ বার ইউরোপ সেরার খেতাব জিতেছে লিভারপুল।