উয়েফা নেশন্স লিগের প্রথম সেমিফাইনাল আজ
- আপডেট সময় : ০৮:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগের প্রথম সেমিফাইনাল আজ। হাইভোল্টেজ ম্যাচে লড়বে ইতালি ও স্পেন। দু’দলেরই লক্ষ্য নিজেদের সেরাটা দিয়ে ফাইনালের মঞ্চে ওঠার। মিলানের সান সিরো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় মাঠে নামবে দু’দল।
দিনের হিসেবে তিন মাস তারপরও মনে হয় এইতো সেদিন। ইউরোর সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো ইতালি-স্পেন। যেখানে পেনাল্টি শুট আউটে কপাল পোড়ে স্পেনের। তবে, আসরে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরছে ইতালি। এবার আবারও মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। তবে এবার লড়াইটা উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে।
স্পেনের জন্য নিঃসন্দেহে ম্যাচটি প্রতিশোধের। সেই সঙ্গে ফাইনালে ওঠারও। পরিসংখ্যান বলছে ইতালির সঙ্গে ২৪ বারের দেখায় ১৫ জয়ে এগিয়ে স্পেন। তবে শেষ দশবারের দেখায় পিছিয়ে তারা। তাই ম্যাচটা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে। আর এজন্য ম্যাচে পাওয়া কোনো সুযোগই হাতছাড়া করতে চান না স্প্যানিশ কোচ।
আমাদের চেষ্টা থাকবে প্রতিপক্ষের চেয়েও বেশি গোলের সুযোগ তৈরি করার। বলের পজিশন যতটা সম্ভব নিজেদের দখলে রাখার চেষ্টা করব আমরা। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ।
ইনজুরির কারণে অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার মার্কো লরেন্তে আগেই ছিটকে গেছেন স্কোয়াড থেকে। ব্রায়ান গিল নিয়েছেন তার জায়গা। এ ছাড়া জর্ডি আলবা, পেদ্রিরাও দলের বাইরে। ডি হিয়া, বুসকেটস, সারাবিয়া, তোরেসদের নিয়ে তাই ৪-৩-৩ ফরমেশনেই ভরসা এনরিকের।
অন্যদিকে ইতালি আছে চেনা ছন্দে, অপ্রতিরোধ্য। শেষ ইউরোতে তাদের ঝলক দেখেছে বিশ্ব। সঙ্গে শেষ ৩৭ ম্যাচে হারেনি ইতালি। তাই আজ্জুরিদের ফাইনালের ওঠার পাশাপাশি মিশন থাকবে অপরাজিত থাকার এই রেকর্ড এগিয়ে নেওয়া।
আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ম্যাচ জিতে ফাইনালে উঠতে চাই। সেই আত্মবিশ্বাস আমাদের আছে। আর সেই আত্মবিশ্বাস নিয়েই জয়ের জন্য লড়বো আমরা।
ইতালিতে আছে সিরো ইমোবিলের ইনজুরি খরা। তাই দল থেকেই ছিটকে গেছেন তিনি। ময়েসে কিন হয়েছেন তার স্থলাভিষিক্ত। সেই সঙ্গে কিয়েল্লিনি, ইনসিনিয়ে, চিয়েসাদের নিয়ে জয়ের লক্ষ্যেই ছক কষছে আজ্জুরিরা।