এ বছর ঈদে ঘরমুখো যাত্রীর চাপে যাতায়াত ব্যবস্থা কোমায় চলে যাবে : যাত্রী কল্যাণ সমিতি
- আপডেট সময় : ০৯:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
এ বছর ঈদে ঘরমুখো যাত্রীর চাপে যাতায়াত ব্যবস্থা কোমায় চলে যাবে বলে মন্তব্য করেছে যাত্রী কল্যাণ সমিতি। তাদের শঙ্কা, ২৫ রোজার পর থেকে সড়ক-মহাসড়কে তৈরি হবে অচলাবস্থা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তেন সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানান সংস্থার মহাসচিব।
সময়ের সাথে পাল্লা দিয়ে অসহনীয় হয়ে উঠছে রাজধানীর যানজট। ঢাকার প্রবেশ দ্বারগুলোতে যানজটের এ দৃশ্য আরো তীব্র আকার ধারন করে। ঈদ যত ঘনিয়ে আসছে বাড়ী যাওয়ার দু:শ্চিন্তা ভর করেছে নগরবাসীকে।
আসন্ন ঈদে যানজট ও যাত্রী দুর্ভোগ আরো অসহনীয় হয়ে উঠবে বলে আশংকা করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তার মতে আগামী ২৫ রমজান থেকে ঈদ পর্যন্ত প্রতিদিন দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী অচল হয়ে যাবে।
তাই সভায় যাত্রী ভোগান্তি কমাতে আগে-ভাগেই ঢাকা ছাড়ার পরামর্শ দিয়েছেন বুয়েটের অধ্যাপক ও দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহম্মদ হাদিউজ্জামান।
যাত্রী কল্যাণ সমিতির ধারণা, আসন্ন ঈদে এক কোটি মানুষ রাজধানী ছাড়বেন। এতে দুর্ঘটনা বৃদ্ধির সম্ভবনা রয়েছে উল্লেখ করে বক্তারা কার্যকর ব্যবস্থা গ্রহনের আহবান জানান।