এ সপ্তাহেই ইউক্রেনে হামলা হতে পারে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা
- আপডেট সময় : ০২:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
এ সপ্তাহেই ইউক্রেনে হামলা হতে পারে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। সনিবার, জার্মানিসহ ন্যাটো জোটের সদস্যদের মার্কিন গোয়েন্দা ও সামরিক সূত্র এ তথ্য জানায়। ইউক্রেনে রুশ হামলার আশঙ্কার মধ্যেই রাজধানী কিয়েভে সরকারকে সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ।
তবে, রাশিয়ার কর্তৃপক্ষ এ ধরনের কথাবার্তাকে মার্কিন ‘প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছে। এদিকে মস্কো বলছে, পূর্ব ইউরোপে ন্যাটো জোটের ক্রমবর্ধমান বিস্তৃতির জন্য তারা হুমকি বোধ করছে। এদিকে, রুশ বিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। এসময় জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। এদিকে রাশিয়া হামলা চালালে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, যুদ্ধ শুরু করলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মর্যাদা হারাবে রাশিয়া। ইউক্রেন সংকট নিষ্পত্তির জন্য জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে। পাশাপাশি উভয় পক্ষই সামরিক প্রস্তুতিও নিচ্ছে।