এই দিনে পটুয়াখালীর উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন ঘূর্নিঝড় সিডর
- আপডেট সময় : ০১:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আজ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে পটুয়াখালীর উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন ঘূর্নিঝড় সিডর। কেড়ে নেয় জেলার ৬৭৭ জন মানুষের প্রাণ। আহত হন প্রায় সাড়ে ৮ হাজার মানুষ, যাদের মধ্যে ২ হাজার মানুষ হয়েছেন প্রতিবন্ধী।
সিডরের ১৪ বছর পেরিয়ে গেলেও এ স্মৃতি যেন আজও উপকূলের মানুষের মনে ভয়াবহতা বয়ে বেড়াচ্ছে। সিডরের অগ্নিমূর্তির কথা মনে করে অনেকে এখনো আঁতকে ওঠেন নিজের অজান্তেই। এখনও নিখোঁজ প্রায় অর্ধ শতাধিক মানুষ। বিধ্বস্ত হয় ৫৫ হাজার ঘর-বাড়ি, দেড় হাজার মসজিদ-মন্দিরসহ ৩৫১টি স্কুল ও কলেজ। নষ্ট হয়ে যায় প্রায় ৫ লক্ষ একর ফসলি জমি। বিলীন হয়ে যায় ২৫০ হেক্টর বনাঞ্চল। মারা যায় প্রায় ১৮ হাজার গবাদি পশু। ৪১২টি ড্রেনেজ স্লুইজসহ বিধ্বস্ত হয় কয়েশ কিলোমিটার বেড়িবাঁধ। সিডরের তেরো বছর অতিবাহিত হলেও পটুয়াখালীতে ভেঙে যাওয়া বেরিবাঁধের অধিকাংশই এখনও রয়েছে অরক্ষিত। নির্মান হয়নি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার।