এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী
- আপডেট সময় : ০২:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বেলা ১১টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। চলে দুপুর ১ টা পর্যন্ত। প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
সকালে, রাজধানীর সরকারি বেগম বদরুন্নেছা মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তিনি বলেন, সুষ্ঠু ভাবে এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে বাতিল করা হবে পরীক্ষা কেন্দ্র।অভিভাবকদের কেন্দ্রের ২০০ গজের মধ্য ভিড় না করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে সারা দেশ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী।
এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট নয় হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। গেল বারের তুলনায় এবছর পরিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।