৮ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- আপডেট সময় : ০১:০০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
দেশের ৮টি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। অংশ নেবেন ১০ লাখ ৭ হাজার ২৪১ জন পরীক্ষার্থী। তবে বন্যার কারণে তিন বোর্ডের সাড়ে ৩ লাখ শিক্ষার্থীকে আরও ১০ দিন অপেক্ষা করতে হবে।
এদিকে, রাজধানীর তেজগাঁও কলেজের কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপুমণি। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, তিনবোর্ডের পরীক্ষা দেরিতে শুরু হলেও ফল ৬০ দিনের মধ্যে দেয়ার প্রচেষ্টা থাকবে। অন্যদিকে আগামী শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারী এবং এইচএসসি অনুষ্ঠিত হবে এপ্রিলে, জানান শিক্ষামন্ত্রী। গত পাঁচ বছরে দেশের কোনো পাবলিক পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁস হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়িয়েছে সবই গুজব বলে জানান ডা. দীপু মনি। আজ থেকে দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। সারা দেশে এ পরীক্ষায় ফরম পূরণ করে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। বন্যার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। আগামী ২৭ আগস্ট এ তিন বোর্ডের পরীক্ষা শুরু হবে।