এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার সুযোগ নেই : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ডেঙ্গু কিংবা প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দুপুরে চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, কোথাও প্রাকৃতিক দুর্যোগ থাকলে শুধু সেই স্থানেই পরীক্ষা স্থগিত থাকবে। প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী ১৭ আগস্ট পরীক্ষা দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।আগামী বছর থেকে স্বাভাবিক সময়ের মধ্যেই পরীক্ষা নেয়া হবে। কাজেই এ বছর যথাসময়ে এইচএসসি পরীক্ষা হবে। এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার জন্য যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের আন্দোলন থেকে সরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।