এএসপি আনিসুল করিমকে পিটিয়ে হত্যা মামলায় হাসপাতালের মালিককে আজ আদালতে তোলা হবে
- আপডেট সময় : ০১:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
পুলিশের সহকারী কমিশনার আনিসুল করিমকে পিটিয়ে হত্যা মামলায় আদাবরের ‘মাইন্ড এইড’ হাসপাতালের মালিক নিয়াজ মোর্শেদকে আজ আদালতে তোলা হবে।
আদাবর থানার তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের শুনানিতে তাকে আদালতে নেয়া হবে। এদিকে, গতকাল দুপুরে পুলিশের সহকারী কমিশনার আনিসুল করিমকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেফতার ১০ আসামীর সবাইকে ৭ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। অন্যদিকে, অবৈধ ভাবে চলা এ হাসপাতালে কোন ডাক্তার ছিল না উল্লেখ করে ঘটনাটি হত্যাকাণ্ড বলে জানিয়েছেন তেজগাঁও জোনের ডিসি হারুন-অর-রশীদ। ঘটনার পর ওই দিন রাতে আদাবর থানার নিহতের বাবা মামলা করলে ১০ জনকে গ্রেফতার করা হয়। মানসিক সমস্যায় ভুগে সোমবার সকালে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম। ভর্তির পর কয়েক মিনিটের মধ্যেই মারা যান তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায় আনিসুল করিমকে হাসপাতালের দ্বিতীয় তলার একটি রুমে ঢুকিয়ে মারধর করেন কয়েকজন কর্মচারী।