নাগরিক সুবিধা বঞ্চিত রংপুর সিটি কর্পোরেশনের অনেক এলাকা
- আপডেট সময় : ০২:১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
রংপুর সিটি কর্পোরেশনের এক দশক হলেও এখনো নাগরিক সুবিধা বঞ্চিত অনেক এলাকা। অনেক ওয়ার্ডের কাঁচা রাস্তা, নেই ডাস্টবিন, হয়নি ড্রেন। এবারের নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচন করে এলাকায় উন্নয়ন করতে চায় ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডের ভোটাররা। আর নির্বাচনে জয় লাভ করলে এই ওয়ার্ডগুলো মডেল ওয়ার্ড তৈরির প্রতিশ্রুতি দিচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা।
জলাবদ্ধ মুক্ত ও পরিছন্ন নগরীর দাবি এই ওয়ার্ডের বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের ১৩,১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডগুলোতে উন্নয়ন হোক, এমন প্রত্যাশা নগরবাসীর। সূত্রাপুর, ঘাগট পাড়া, বিনোদপুর, নিষ্পেতগঞ্জ, যুগের টারী, দেওডোবা, বড় বাড়ি এলাকা নিয়ে সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ড। সিটি কর্পোরেশন হলেও প্রত্যাশার থেকেও কম উন্নয়ন হয়েছে এসব এলাকায়। তাই এবার উন্নয়ন বান্ধব জনপ্রতিনিধি নির্বাচন করতে চান এলাকাবাসী।
নির্বাচনে ভোট পেতে যেসব এলাকায় উন্নয়ন হয়নি সে এলাকা গুলো উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন কাউন্সিল প্রার্থীরা।
৩য় বারের মতো হচ্ছে রংপুর সিটি নির্বাচন। গত ২ বারের নির্বাচনে তেমন কোন উন্নয়ন হয়নি অনেক এলাকায়। তিন ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩৭ হাজার ৯৬০। কাউন্সিলর পদে ২১ প্রার্থী ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটার ইভিএমে ভোট দেবেন।