এক বছর পেরিয়ে দ্বিতীয় বছরে গড়ালো ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ
- আপডেট সময় : ০২:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
এক বছর পেরিয়ে দ্বিতীয় বছরে গড়ালো ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। গত বছরের এই দিনে রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে হামলার নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বছরের যুদ্ধে দুই দেশ হারিয়েছে বহু সেনা এবং বেসমারিক নাগরিক।
তবে যুদ্ধ দুই দেশের মধ্যে হলেও এর সীমাবদ্ধ ছিল না। ইউক্রেনের হয়ে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বন্ধু রাষ্ট্রগুলো পরোক্ষভাবে সংঘাতে জড়ায়। যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন অবস্থান নেয় মস্কোর পক্ষে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, রাশিয়ার এই আগ্রাসন জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এই হামলা বিশ্ববাসীর সম্মিলিত বিবেকের জন্য অপমানের। তথ্য অনুযায়ী যুদ্ধে ৭ হাজার ১৯৯ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হন হাজারও মানুষ। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, রাশিয়ার হামলার পর ১ কোটি ৮৬ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে। বহু মানুষ আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশেও।