এক বছরে দেশে সাইবার অপরাধ বেড়েছে প্রায় দ্বিগুণ
- আপডেট সময় : ০৯:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
এক বছরে দেশে সাইবার অপরাধ বেড়েছে প্রায় দ্বিগুণ। এই সময়ে শতকরা ১১ দশমিক ৮৫ ভাগ অপরাধ হয়েছে অন্তর্জাল জগতে। শতকরা ৫৯ ভাগই নারীই এর শিকার। এমন তথ্য দিচ্ছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০২৪ সালের সাইবার অপরাধ প্রবণতা নিয়ে সংগঠনের প্রকাশিত প্রতিবেদন প্রকাশ করা হয়। এসময় উপস্থিত বক্তারা বলেন, আইনি জটিলতা ও উপযুক্ত প্রমাণের অভাবে সাইবার অপরাধী শাস্তি দেয়া যায় না।
২০২৪ সালের সাইবার অপরাধ প্রবণতা নিয়ে একটি গবেষনা প্রতিবেদন প্রকাশ করে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে বলা হয় অপরাধের ধরণ পাল্টে গত এক বছরে সাইবার অপরাধের সংখ্যা বেড়েছে।
২৮ হাজারের বেশি ভুক্তভোগী অভিযোগ জানিয়েছে পুলিশের কাছে। তবে মামলার সংখ্যা খুবই নগণ্য। মাত্র ৩ দশমিক ৭৩ ভাগ। প্রকৃত অপরাধের সংখ্যা নির্ধারণের চাইতে আরো অনেক বেশি জানিয়ে বক্তারা বলেন, সাইবার অপরাধ বেড়ে যাওয়ার পেছনে মানি লন্ডারিংয়ের ভূমিকা রয়েছে।
সিংক: ইশতিয়াক আহমেদ,অতিরিক্ত উপ-কমিশনার, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন, ডিএমপি
অনুষ্ঠানে, সাইবার অপরাধ থেকে বাঁচতে ব্যক্তি সচেতনতা বাড়ানোর উপরে গুরুত্ব দেন বিটিআরসির মহাপরিচালক।
প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের মোট সাইবার অপরাধের শতকরা সাড়ে ১১ ভাগ পর্নোগ্রাফির শিকার।