এক মণ ধানের দামেও মিলছে না কৃষি শ্রমিক
- আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বোরো ধান কাটার ভরা মৌসুমে ঝড়-বৃষ্টির কবলে পড়েছে বগুড়ার কৃষক। ধান গাছ নুয়ে পড়েছে, ক্ষেতে জমেছে বৃষ্টির পানি। এক মণ ধানের দামেও মিলছে না কৃষি শ্রমিক। লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৪০ ভাগ ধান উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।
আবহাওয়া ভালো থাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে মাঠ জুড়ে। বাজারে ধানের দামও ভালো,সাড়ে আটশ থেকে নয়শ’ টাকা মণ। কিন্তু বাধ সেঁধেছে ঝড়-বৃষ্টি। গেল এপ্রিল ও চলতি মাসে কয়েক দফা ঝড়-বৃষ্টিতে সব এলাকার ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকের স্বপ্নের ধান এখন ভাসছে পানিতে।
৬শ’ টাকার দিনমজুর এবার ১৩শ’ টাকাতেও মিলছেনা। ক্ষেতের ধান নিয়ে মহাবিপাকে পড়েছেন কৃষকরা।
এবার সরকারি হিসেবে,বগুড়ায় ১ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে ধান লাগানো হয়েছে। এতে উৎপাদন হবে প্রায় ৮০ লাখ ৭৬ হাজার মেট্রিক টন। এ পর্যন্ত ধান কাটা হয়েছে মাত্র ৩৫ শতাংশ জমিতে।