এক ম্যাচ হাতে রেখেই টি-টুয়েন্টি সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
এক ম্যাচ হাতে রেখেই টি-টুয়েন্টি সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়েছে অজিরা।
কলোম্বোতে টস হেরে ব্যাট করতে নেমে ৭ রানে দুই উইকেট হারিইয়ে শুরুতেই হোচট খায় শ্রীলংকা। তবে তৃতীয় উইকেটে কুশাল মেন্ডিস ও চারিথ আসালংকার ৬৬ রানের জুটিতে ম্যাচে ফেরে লংকানরা। আসালাংকা ৩৯ এবং মেন্ডিস ৩৬ রানে ফিরে গেলে ব্যাটিং বিপর্য্যয়ে পড়ে স্বাগতিকরা। এর পর বাকিদের আসা-যাওয়ার মিছিলে নির্ধারিত ওভারে ১২৪ রানে থেমে যায় লংকানদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ম্যাথু ওয়েড এবং ঝিয়ে রিচার্ডসনের ধর্যশীল ব্যাটিংয়ে ৩ উইকেটের সহজ জয় পায় অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ও তৃতীয় টি-টুয়েন্টিতে শনিবার মাখোমুখি হবে দু-দল।