এক যুগ ধরে ক্ষমতা দখল করে দেশের জনগণের ওপর দমন পীড়ন চালাছে আওয়ামী লীগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
এক যুগ ধরে ক্ষমতা দখল করে দেশের জনগণের ওপর দমন পীড়ন চালাছে আওয়ামী লীগ- এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে আবারো আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। বিকেলে ভার্চূয়াল আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিকেলে ভার্চূয়ালে আলোচনা সভায় যুক্তহন দলটির শীর্ষ নেতারা। সমালোচনা করেন বিরোধীদলের ওপর সরকারের দমন পীড়নের।
এতে অংশ নিয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,দেশের স্বাধীনতা গোড়া পত্তন থেকে শুরু করে দেশ পরিচালনায় বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন।
দেশের নিপীড়িত জনগনকে মুক্ত করতে আন্দোলনের প্রতি জোর দেন তিনি। দেশের মানুষকে বাচাতে তরুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান বিএনপি মহাসচিব।