এক সপ্তাহ পরেই বাজারে পাওয়া যাবে রংপুরের জনপ্রিয় ও সুস্বাদু হাড়িভাঙ্গা আম
- আপডেট সময় : ০৩:১৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
এক সপ্তাহ পরেই বাজারে পাওয়া যাবে রংপুরের জনপ্রিয় ও সুস্বাদু হাড়িভাঙ্গা আম। তাই শেষ মুহূর্তে বাগান পরিচর্যায় ব্যস্ত থাকলেও করোনা মহামারীতে আমের বাজার নিয়ে দুশ্চিন্তায় আম চাষী ও ব্যবসায়ীরা। যদিও আম বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন।
চলতি বছর রংপুর অঞ্চলে ৫ হাজার হেক্টর জমিতে চাষ করা হয়েছে হাড়িভাঙ্গা আম। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। গেল বছরগুলোতে আমের বাজার নিয়ে চাষীদের নানা পরিকল্পনা থাকলেও এবার করোনা মহামারীতে যেন মুষড়ে গেছে সব। সেই সাথে হাড়িভাঙ্গার বাজার নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তাদের।
তবে বৈশ্বিক এ মহামারিতে কৃষকদের পাশে থাকতে আম বিপণন, পরিবহন ও ব্যাংকিং সুবিধাসহ নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পরিপক্ক আম বাজারজাতকরণে উদ্বুদ্ধ করা হচ্ছে চাষীদের। চলতি বছর রংপুর অঞ্চলে হাড়িভাঙ্গা আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫২ হাজার মেট্রিক টন।