এক সপ্তাহে প্রায় সাড়ে ১৫ হাজার অভিবাসীকে আটক করেছে সৌদি প্রশাসন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
অভিযান চালিয়ে এক সপ্তাহে প্রায় সাড়ে ১৫ হাজার অভিবাসীকে আটক করেছে সৌদি প্রশাসন। দেশটির বিভিন্ন এলাকায় আইন লঙ্ঘনকারী ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে এই অভিযান।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছে সৌদি সরকার। গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর কয়েকটি ইউনিট বিভিন্ন জায়গায় যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় আটক করা হয়েছে ১৫ হাজার ৩৯৯ জনকে। তাঁদের মধ্যে ৭ হাজার ২৯২ জন আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক। ৬ হাজার ৩৭৩ জনের বিরুদ্ধে আছে সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ। আর ১ হাজার ৭৩৪ জনকে আটক করা হয়েছে শ্রম আইন লঙ্ঘন করায়।