এক সপ্তাহেই পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা
- আপডেট সময় : ০৮:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বেড়েই চলছে কাঁচা-বাজারসহ নিত্যপণ্যের সব দাম। এক সপ্তাহেই পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। রমজান মাস আসতে প্রায় দেড়মাস বাকি। তার আগেই পেঁয়াজের ঝাঁজ বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ী চক্র। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে ১০-২৫ টাকা। মাছের দাম কিছুটা নাগালে থাকলেও, মাংসের দাম আকাশ ছোঁয়া সাধারণ মানুষের কাছে। খাবারের ব্যয় মেটাতে প্রতিদিন হিমশিম খাচ্ছেন তারা।
বেশ কয়েক সাপ্তাহ ধরেই কাচা-বাজারসহ নিত্যপণ্যের বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে চাপা ক্ষোভ। হঠাৎ বাজারে সব কিছুর দাম বাড়ায় শঙ্কিত সাধারণ মানুষ।
ব্যবসায়িরা বলছেন, উৎপান কমে যাওয়ায় বেশি দামে কিনে, ক্রেতাদের কাছে বিক্রি করতে হচ্ছে তাদের।
পাঙ্গাশ-তেলাপিয়া মাছ ১৫০ টাকায় বিক্রি হলেও, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। গরুর মাংস কেজি প্রতি দাম বেড়ে দাড়িয়েছে ৬৫০ টাকা খাসির মাংস কেজি ১০০০ টাকা।
ভরা মৌসুম থাকলেও চড়া সবজির বাজার। মিলছে না ৪০ টাকার নিচে ভালো সবজি। একপিস লাউয়ের দাম এখন ১০০-১২০ টাকা।বাজারের এমন পরিস্থিতিতে অনেকটা অসহায় নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষ।
মুদি পণ্যের মধ্যে মসুর ডাল ১১৫ টাকা, মুগডাল ১২৫ টাকা, বুটের ডাল ৮০ টাকা। খোলা চিনিগুড়া চাল ৯০-১০০ টাকা, মিনিকেট চাল ৬২-৬৫ টাকা, নাজিরশাইল চাল ৭০ টাকা, মোটা চাল ৫০ টাকা। তেলের দাম বেড়েছে ৮ টাকা এবং পেয়াজের দাম বেড়েছে ১৫-২০ টাকা।
সরকারের নজরদারির অভাবে সব কিছুর দাম দিন দিন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছে, সাধারণ মানুষেরা।